Free Tips and Trick

May 14, 2017

GP Unlimited Free Net With WebTunnel & UC Mini 2017

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জিপি আনলিমিটেড ফ্রী নেট। কথা না বলে চলুন দেখে নেই কি ভাবে চালাবেন।
প্রথমে WebTunnel App টি ডাউনলোড করে নিন।
তারপর আপনি *5000*55# ডায়াল করুন। এর পর যে কোনো ডিফল্ট ব্রাউজার এ গিয়ে যেকোন একটা সাইটএ যাওয়ার চেস্টা করুন। যদি সাইট এ না গিয়ে gpeasynet এ চলে যায় তাহলে আপনার চলবে। এখন আপনার ব্রাউজার এর url টি কপি করে নিন।

তারপর webtunnel open করে নিচের নিয়মে সেটিং করে নিন।

এর পর কানেক্ট এ ক্লিক করুন।
কানেক্ট হলে মিনিমাইজ করে ফ্রী নেট চালান।
আপনারা মনে হয় সবাই জানেন যে webtunnel এ ১৫০ এম্বি চলে একদিন এ।

Uc handler Trick


uc handler er 1st Proxy server e http:// ছাডা সারভার টা দিতে হবে
২nd Real proxy server e http:// সহ সারবার টা দিতে হবে না হয় কাজ হবে না।
uc mini handler open kore নিচের স্ক্রিনশট এর মত কাজ করে নিন।


সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
Share:

বাংলাদেশী সকল সিমে আনলিমিটেড ফ্রি নেট চালান। BD All Sim Free Net Tips For Android Mobile.

প্রথম এ যা যা লাগবে তা হলঃ
  1. SInjector _v2.3.zip (ZIP PAss: SHOHUG)
  2. Terminal.apk
  3. SSH Tunnel download from playstore

and,python
Note: qPython should be already installed

যেভাবে করবেন see step by steps


1st;
Open SInjector v2.3 zip file and extract to si folder of internal sdcard (/sdcard/si)
2nd;
Open payload ini file from extrac file and screen shot এর মত করেন না হলে edit করেন।

আপনি দেখেন কোন কোন সাইট ফ্রী তে brose করেন অই সাইট এর প্রক্সী দিতে পারেন
তা না হলে
phone ar proxy থাকলে 0 ব্যালেন্সে রাখেন।
3rd;
open SSH Tunnel register in fastssh dot com

4rth; open SSH Tunnel application and fill your user details and SSH account Host correctly -সঠিক ভাবে দিয়েন।এবং Minimize করে রাখুন।
5th;ওপেন qpython open and select SInjector script and run and Minimize-টিভি এর মত আসবে!
6th;Now,open SSH Tunnel application again and Tick/Enable “Upstream Proxy ” and Put this in “Proxy “: 127.0.0.1:9000 as SInjector script is listening on port 9000(shown in screenshot).you use your port on which SInjector script is listening.
হবহু নিচের মত।
7th;Everything is finally done now.Now,Click on “Tunnel Switch ” in SSH Tunnel app and minimize it(send it to background).
8th;Now,open the Terminal app which is already running.If everything is correct and your payload is working for free internet,you will get 200 Connection Established Response from SSH server as shown in my screenshot

All steps are completed successfully
এখন আপনি এপটি মিনিমাইজ করে আরামসে চালান।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানান।
Share:

May 8, 2017

একাদশ শ্রেনীতে ভর্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় দেখে নিন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ০৫ জুন প্রকাশ করা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই ২০১৭ তারিখ থেকে।
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ একটি কলেজ নির্ধারণ করে মনোনীত করবে। মনোনীত কলেজটি পরিবর্তন করতে চাইলে এসময় মাইগ্রেশনেরও সুযোগ থাকবে।

চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াঃ
একাদশ শ্রেণিতে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় লিঙ্কঃ
ঢাকা বোর্ড এর সকল কলেজ এর তালিকা ও আবেদনের যোগ্যতা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অনলাইনে আবেদন এর লিঙ্কঃwww.xiclassadmission.gov.bd
SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার ও মোবাইল সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন<space>ভর্তিচ্ছু শিফটের নাম<space>ভার্সন<space>কোটার নাম
এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2017 D B FQ
  • এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
  • SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
  • DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
  • 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
  • 2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
  • D- শিফটের নামের প্রথম অক্ষর
  • B-ভার্সন এর প্রথম অক্ষর
  • FQ- মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
* সাধারন বোর্ডঃ
Science এর জন্য SC
Humanitie এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Economics এর জন্য HE
Islamic Studies এর জন্য ISএবং
Music এর জন্য MC লিখতে হবে।
* মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য SC
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে।
* কারিগরি শিক্ষা বোর্ডঃ
[ HSCVOC -Agro Machinary
AM Automobile এর জন্য AU
Building Maintenance and Construction এর জন্য BC
Clothing and Garments Finishing এর জন্য CG
Computer Operation and Maintenance এর জন্য CO
Drafting Civil এর জন্য DC
Electronic Works and Maintenance এর জন্য EW
Electronic Control and Communication এর জন্য EC
Fish Culture and Breeding এর জন্য FC
Machine Tools Operation and Maintenance এর জন্য MT
Welding and Fabrication এর জন্য WF
Industrial Wood Working এর জন্য IW
Poultry Rearing and Farming এর জন্য PR
Refrigeration and Air-conditioning এর জন্য RA]
[ HSCBM (Accounting এর জন্য HA
Banking এর জন্য HB
Computer Operation এর জন্য HC
Entrepreneurship Development এর জন্য HE
Secretarial Science এর জন্য HS )
[ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।
শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন্য D
Evening এর জন্য E এবং
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়,
শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আবেদন ফিঃ গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফী বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে
এখানে উল্লেখ্য যে, ২৬ মে (পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে ৩০-৩১ মে) পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে রাত ১১ঃ৫৯ মিঃ পর্যন্ত আবেদন করা যাবে। SMS এর মাধ্যমে একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানে/একই প্রতিষ্ঠানে একাধিক গ্রুপে অথবা একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০ টাকা প্রদান করতে হবে। এভাবে একজন প্রার্থী সর্বোচ্চ ১০টি আবেদন করতে পারবে।

পুনঃনিরীক্ষণ এর পর ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ যে সমস্ত শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তন হবে, তাদেরকে ৩০ মে থেকে ৩১ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদাকৃত ন্যূনতম GPA ও অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে অবশ্যই ভর্তির জন্য আবেদন করতে হবে।
অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক মোবাইল (প্রি-পেইড) ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক সিম এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা প্রদান করতে হবে।
এর জন্য টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-
CAD<space>WEB<space>Board<space>Roll<space>Year<space>Reg. No. লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর না, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল নম্বরসহ আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহ্রত বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।
টেলিটকের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd)  Apply Online -এ Click করতে হবে।
এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।
আবেদনের সময়সীমাঃ ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত।
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ০৫ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ০৯ থেকে ০৮ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ০৯ থেকে ১০ জুন পর্যন্ত।
২য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৩ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।
৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ২য় মেধাক্রম ১৮ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
৩য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৯ জুন।
ভর্তির সময়সীমাঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে।
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।
হেল্পলাইনঃ আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন…
Help Line (9:00 AM to 8:00 PM):
01751624444
01751624900
01749885037
01751624627

General BoardMadrasa BoardTechnical Board
01711283044 [Barisal] 01718852310 [Barisal] 01819192185 [Dhaka] 01710958054 [Dhaka] 01553344444 [Dhaka] 01914307351 [Dhaka] 01819099243 [Dhaka] 01912363620 [Dhaka] 01739517373 [Dhaka] 01977733558 [Dhaka] 01977733557 [Dhaka] 01977733554 [Dhaka]01992294676 [Chittagong] 01863873462 [Chittagong] 01716314729 [Dinajpur] 01717905474 [Dinajpur] 01914776290 [Jessore] 01733222013 [Jessore] 01733377800 [Sylhet] 01733377900 [Sylhet] 01689397769 [Sylhet] 01717319114 [Sylhet] 01755699160 [Comilla] 01755697058 [Comilla]01757291281
01757291283

অনেকেই অনলাইনে ভর্তির আবেদন করতে ভয় পায় তাই দোকানে গিয়ে ১৫০-৫০০টাকা খরচ করে! কিন্তু এটা খুবেই সহজ একটা কাজ। ভয়ের কোন কারন নাই আপনার টাকা লস হবে না।

পোস্ট ক্রেডিট- lekhaporabd.com
Share:
Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger