Free Tips and Trick

June 27, 2017

কিভাবে Quality ঠিক রেখে কোন রকম সফটওয়ার ছাড়াই ভিডিও এর সাইজ কমাবেন? ইউটিউবার দের জন্য হট টিউন।

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অস্থির একটা টিপস।
আপনারা অনেকেই ইউটিউব এর জন্য ভিডিও ইডিট করে থাকেন। কিন্তু দেখা যায় অল্প একটু ইডিট করলেই ভিডিও এর সাইজ ৫গুন বেড়ে যায়, ফলে ওয়াইফাই বা দ্রুতগতির ইন্টারনেট দিয়ে আপলোডের প্রয়োজন হয়। তাছাড়া আপলোড করতে অনেক সময় লাগে।
এইজন্য আপনারা ইডিট করে যখন এক্সপোর্ট করবেন তখন Format থেকে Custom (বিভিন্ন Video Editor এ বিভিন্ন রকম হয়। তবে Video  bitrate সব ইডিটরেই থাকবে) সিলেক্ট করে Video এর bitrate "1200" kbps করে দিবেন। এটি সাধারণত ২৪০০ বা ৪৮,০০০ থাকে।

ইউটিউবে ডিফল্ট ভাবে ১২০০পর্যন্ত bitrate সাপোর্ট করে। আপনি যখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন তখনো bitrate ১২০০থাকে। সো এটা অযথা বাড়িয়ে লাভ নাই।

তবে মনে রাখবেন Audio তেও কিন্তু bitrate থাকে সেটা 64kbps, 92kbps, 128kbps, 192kbps অথবা 320kbps হয়ে থাকে, Audio এর bitrate বাড়িয়ে দিতে পারেন। এতে কোন সমস্যা হবে না। তবে Video এর bitrate টা কমিয়ে ১২০০করে দিবেন।

তারপর ভিডিও এক্সপোর্ট করেন। আর দেখবেন সাইজ একদমই কম। এতে 720p কোয়ালিটির 5 মিনিটের একটা ভিডিওর সাইজ প্রায় 120mb হয়। যেখানে bitrate 24,000kbps হলে ৩০০mb এর অধিক হবে।
Share:

June 22, 2017

কিভাবে ওয়াইফাই এর স্পিড বাড়াবেন? দেখে নিন যদি আপনি স্লো ওয়াইফাই ব্যবহার করে থাকেন।

ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে সাধারণত ইন্টারনেট গতি দেয়াল, আসবাবপত্র, অন্যান্য ইলেকট্রনিকস্, এবং এমনকি মানুষ দ্বারাও ব্যাহত হতে পারে। সৌভাগ্যবসত, ইন্টারনেট গতি বাড়ানোর জন্য বিভিন্ন সহজ কৌশল আছে। চলুন জেনে নিই ওয়াইফাই সংযোগের গতি বাড়ানোর
৫ টি উপায়ঃ

How To Increase Wifi Speed Bangla

(১) রাউটারের লোকেশন পরিবর্তন:
ওয়াইফাই সংযোগের গতি বাড়ানোর সহজ উপায় হল রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় করা। বেশিরভাগ ক্ষেত্রে, রাউটার বাড়ির ভেতরে আসা ইন্টারনেট তারের কাছা ~কাছি ~ রাখা হয়। বেশিরভাগ রাউটারের অ্যান্টেনা সর্বতোমুখী হয় ফলে সবদিকে সংকেত পাঠানো ও রিসিভ
করা সম্ভব ~ হয়। তাই রাউটারের অবস্থান এমন স্থানে হওয়া উচিৎ যেখান থেকে রাউটার সবদিকে সংকেত পাঠাতে পারে।……………
(২) ওয়্যারলেস রাউটারের সম্মুখে একটি উন্নত এন্টেনা যোগ করুন (বহির্গামী):
কখনও কখনও রাউটারের অবস্থান পরিবর্তন করে ইন্টারনেটের গতি উন্নত করা সম্ভব হয়না। এইক্ষেত্রে কর্মক্ষমতা উন্নত করার জন্য অ্যান্টেনা পরিবর্তন পরবর্তী পদক্ষেপ হতে পারে। যদি একটি রাউটারের চারপাশে অনেক দেয়াল এবং অনেক বাধা থাকে তবে সেইক্ষেত্রে একটি এক্সটারনাল এন্টেনা রাউটারের সামনে সঠিকভাবে পজিশনিং করে রাউটারের গতি বাড়াতে পারবেন।……..
(৩) ওয়্যারলেস ডিভাইসে একটি উন্নতমানের এন্টেনা যোগ (অভিমুখি):
কিছু কিছু ওয়্যারলেস ডিভাইসে উন্নতমানের এন্টেনা প্রতিস্থাপন করে উন্নত গতি অর্জন করতে পারেন। অবশ্যই এটা স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য একটু কঠিন, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে সহজেই এক্সটারনাল এন্টেনা যুক্ত করে ওয়াইফাই সংবেদনশীলতা এবং পরিসীমা বৃদ্ধি করা
সম্ভব।……….
(৪)একটি ওয়্যারলেস রিপিটার যোগ করুন:
একটি নেটওয়ার্কের পরিসীমা প্রসারিত করতে একটি ওয়্যারলেস রিপিটার যোগ করতে পারেন যা রাউটার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে। ১০০ ডলারের মধ্যেই অনেক ভালো ভালো রিপিটার বাজারে পাওয়া যায়।……..
(৫) বেকগ্রাউন্ডের কাজ বন্ধ করুন:
একটি নেটওয়ার্কের গতি বেকগ্রাউন্ডে চলাকালীন একাধিক কাজের জন্য স্লো হতে পারে। ব্যবহারকারীর কম্পিউটার, ট্যাবলেট, বা ফোনের বেকগ্রাউন্ডে যদি একধিক প্রোগ্রাম একাধারে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি হ্রাস পায়। তাই ইন্টারনেটের গতি সর্বাধিক করতে এসব নোটিফিকেশন ও অব্যবহৃত অ্যাপ্লিকেশন বন্ধ করুন।
Share:

MX Player এর ৫টি গোপন ফিচার দেখে নিন। কাজে লাগবে।

আসসালামু আলাইকুম


বন্ধুরা, সবাই কেমন আছেন?
আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের MX Player এর দারুন ৫টি ট্রিক শেয়ার করব। যে ট্রিক গুলা জানলে আপনি MX Player ব্যবহারে করতে আরও সাচ্ছন্দবোধ করবেন। এবং নতুন কিছু জানতে পারবেন।


তো চলুন দেখি MX Player সম্পর্কে সেই দারুন ৫টি ট্রিকঃ
১। কিভাবে ভলিওম দীগুণ করবেন বা বাড়াবেন?
MX Player এর ভলিওম সর্বচ্ছ ১৫ পর্যন্ত থাকে। আপনি চাইলে ভলিওম ৩০ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে MX Player এ ভিডিও play করতে হবে। ভিডিও প্লে হওয়ার পর অপুরের ডানসাইডে একটা মিউজিক এর মত আইকন আছে। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে। এর মধ্যে সব লাস্তে একটা অপশন আছে “Use SW audio decoder” সেটা মার্ক করে দিবেন। এর পর দেখুন ভলিওম দীগুণ হয়েগেছে।

২। কিভাবে ডিসপ্লের স্টাইল/কালার change করবেন?
আপনি চাইলে MX Player এর ডিসপ্লের কালার change করে নতুন কালার বা স্টাইল দিতে পারেন। এর জন্য প্রথমে আমরা একটি ভিডিও প্লে করব। এরপর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Display অপশন এ ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করলে আপনি ইচ্ছা মত যে কালার চান সেটা change করতে পারবেন।

৩। কিভাবে ভিডিও চলা অবস্তাই Display তে ডবল ক্লিক করার মাধ্যমে Play/pause করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা ৪ নাম্বার এ আর একটা অপশন দেখতে পাব Controls সেটাই ক্লিক করব। Controls এ ক্লিক করার পর আরও অনেক অপশন আসবে। সেখান থেকে “Double tap (play/pause)” মার্ক করে দিব এবং ওকে তে ক্লিক করব। এইবার আপনি ভিডিও তে ডবল ক্লিক করলে Play/pause হবে।

৪। ভিডিও গান Close করার পরও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ Audio গান শুনবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এবং দেখতে পাব “Background Play” নামে অপশন সেটাই মার্ক করে দেব। এখন আপনি ভিডিও গান close করার পরও audio গান শুনতে পাবেন।

৫। কিভাবে Mp3/Audio গান প্লে করবেন?
এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Audio option এ ক্লিক করব। Audio অপশন আ ক্লিক করার পর “Audio Player” অপশন এ মার্ক করে দেব। এইবার আপনে MX Player এ Mp3/ Audio গানও প্লে করতে পারবেন।
Share:
Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger