Free Tips and Trick

January 18, 2018

কিভাবে আপনার মোবাইলকেই পিসির মাইক্রোফোন হিসেবে ব্যবহার করবেন?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
আপনারা অনেকেই পিসি দিয়ে টিউটোরিয়াল বানান বা ইউটিউবের জন্য ভিডিও বানান কিন্তু ভিডিও তে নিজের ভয়েস দিতে পারেন না মাইক্রোফোন এর জন্য। তাদের জন্য আমার এই ভিডিও টি।

ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।

Download
Share:

October 23, 2017

ইউটিউব ভিডিও "Not suitable for all advertisers" কিভাবে ঠিক করবেন?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে পোস্ট করলাম তা হল কিভাবে Not suitable for all advertisers সমস্যা থেকে বাঁচবেন। গত কয়েকদিন ধরে প্রায় ১০-১৫জন আমাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করল। তাই অনেক খুজে, বিশ্লেষণ করে, পরিক্ষা করে তারপর এই পোষ্টটি করতে বসেছি। আশা করি এরপর আর এই সমস্যায় পড়তে হবে না।

প্রথমেই এই রকম হওয়ার কারনগুলো জেনে নিইঃ
ইউটিউবে অনেকেই ১৮+ ভিডিও সহ বিভিন্ন প্রয়োজনীয় ও খারাপ ভিডিও আপলোড করে। এবং এসব ভিডিও মনিটাইজ করে এড শো করায়। আমরা জানি বিভিন্ন পন্য গুগুল এডওয়ার্ড এর মাধ্যমে বিজ্ঞাপনের জন্য নেয়। আর সেই এড গুলোই আমাদের ভিডিওতে শো করে। কিন্তু এই এড গুলো যখন কোন এডাল্ট ভিডিও বা প্রয়োজনীয় ভিডিওতে শো করে তখন বিজ্ঞাপন দাতাদের পন্যের সুনাম নষ্ট হয়। তাছাড়া তারা এসব ভিডিও এর ভিউয়ার থেকে ভাল মানের গ্রাহক আশা করতে পারে না। যার কারনে তারা গুগুলের সাথে এডভার্টাইজ করতে অনাগ্রহী হয়। আর এই কারনে গুগুল তাদের রুলস পরিবর্তন করেছে এবং রোবট গুলোতে প্রোগ্রাম সেট করে দিয়েছে যাতে অনাকাঙ্খিত ভিডিও গুলো মনিটাইজ না করে বা ভালভাবে রিভিউ করে তারপর মনিটাইজ করে। এই কারনে এখন অনেকের ভিডিওই রিভিউ করে কোন ত্রুটি পায় যায় কারনে এড লিমিটেশন করে দেয়।

কিভাবে এই জামেলা থেকে বাচবেনঃ

  • ভিডিওতে কোন নগ্ন জিসিস রাখবেন না।
  • ট্যাগ ও টাইটেলে S*x, Se*y, F*ck, Hot, N*de, সেক্সি, হট  এই ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন না।
  • এই জামেলা থেকে বাচতে হলে আপনাকে ভাল মানের ভিডিও তৈরি করতে হবে। একটা ভিডিও বাংলা টাইটেল, একটা ভিডিও ইংরেজী টাইটেল/ট্যাগ দিলে ইউটিউব সেটাকে ভালভাবে পর্যবেক্ষন করে। তাই যেভাবেই টাইটেল এবং ট্যাগ দেন না কেন তা এক ভাষায় দেয়ার চেষ্টা করবেন।
  • কোয়ালিটি ভাল রাখতে হবে।
  • নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে ভিডিও বানান। মানে সব ভিডিও যদি শর্টফিল্ম বানিয়ে হঠাত একটা ফানি ভিডিও আপলোড করে দিলে এই সমস্যায় পরতে পারেন।

"Not suitable for all advertisers" হয়ে গেলে কিভাবে ঠিক করবেনঃ

  • প্রথমেই সিওর হন যে আপনার ভিডিওতে এমন কিছু নাই যার জন্য বিজ্ঞপন দাতারা বিজ্ঞাপন দিতে অনাগ্রহী হবে।
  • টাইটেল, ট্যাগ ও ডেসক্রিপশন চেক করে দেখুন কোন এডাল্ট ওয়ার্ড আছে কিনা। থাকলে তা বাদ মনিটাইজ অফ করে সেভ করুন। ১-২ ঘন্টা পর ভিডিওটি মনিটাইজ করার চেষ্টা করুন।
  • কোন ভাবেই ঠিক হচ্ছে না? তাহলে ১০০০ ভিউ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হলে রিভিউ করার জন্য। রিকুয়েস্ট করুন। ৪৮ঘন্টা অপেক্ষা করুন সব ঠিক তাহলে মনিটাইজ করে দিবে।
  • এরপরও হয়নি! তাহলে ভাই ভিডিওটি ডিলিট করে দিন। এবং এটা আবার ভিডিও ইডিটর দিয়ে ইডিট করে কিছু চেঞ্জ করে দিয়ে তারপর আবার আপলোড করুন। আর সমস্যা হবে না।
  • সব ভিডিও একসসাথে হঠাত করে "Not suitable for all advertisers" হয়ে গেল? তাহলে মনিটাইজেশন ডিসএবল করে দিন। ৫-৬ দিন পর আবার মনিটাইজেশন করতে পারবেন।
শেষকথাঃ ভাল মানের ভিডিও বানালে ইউটিউব চ্যানেল কখনোই কিছু হবে না। এসব স্লাইড ভিডিও, নিউজ ভিডিও,হট ভিডিও বাদ দিয়ে লেকচার, শর্টফিল্ম, টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতে পারেন। তাহলে কখনো চ্যানেল এবং মনিটাইজেশন নিয়ে সমস্যা হবে না।
Share:

October 22, 2017

Monetization feature Not Available in Your Country কিভাবে ঠিক করবেন?

নতুন ইউটিউবাররা অনেকেই চ্যানেল মনিটাইজেশন করতে পারছে না। মনিটাইজেশনের অফশনে গেলে "Monetization: The YouTube Partner Program is currently not available in your country." লেখা আসে।


তো দেখি কিভাবে এটি ঠিক করে চ্যানেল মনিটাইজ করবেন!
এরজন্য প্রথমে Channel অফশন Advanced এ ক্লিক করুন।
এরপর নিচের মত পেজ দেখতে পাবেন। এখানে Country পরিবর্তন করে India বা United States করে সেভ করুন। 

এরপর মনিটাইজেশন অফশনে গিয়ে দেখুন। মনিটাইজেশন করা অপশন এসে গেছে।
ভাল লাগলে আমাদের সাইটটি বুকমার্ক করে রাখুন। ইউটিউব, এডসেন্স ও টেকনোলজি বিষয়ক সকল ট্রিক পাবেন এখানে।
Share:

October 21, 2017

কি কি কারনে ইউটিউবে Monetisation Disabled For Invalid Click activity হয়।

আসসালামু আলাইকুম। প্রিয় ইউটিউবার ভাইয়েরা আশা করি সবাই ভাল আছেন।

অনেক ইউটিউবার আছেন যাদের চ্যানেলের মনিটাইজেশন Invalid Click Activity এর জন্য Disabled হয়ে যাচ্ছে। কিন্তু আপনি বুঝতেই পারছেন না কিভাবে হল! কি করেছিলেন আপনি! বা কেন এমন হল! তাহলে এই পোষ্টটি আপনার জন্য। মনে রাখবেন "Prevention Is Better Than Cure." অর্থাৎ Disabled হওয়ার আগেই যদি কেন হয় জানেন তাহলে আপনাকে পরে ঝামেলা পোহাতে হবে না।
Invalid Click activity

তো চলুন কারন গুলো জেনে নিই,

প্রত্যক্ষ কারনসমূহঃ
  1. নিজের ভিডিও নিজে দেখেন এবং এড আসলে ক্লিক করেনঃ অনেকেই নিজের এডে নিজে ক্লিক করে এটাই Invalid Click Activity এর মূল কারন। মনে রাখবেন, নিজের ভিডিও নিজে খুব কম দেখবেন এবং এড শো করলে এডে ক্লিক করবেন না।
  2. ভিপিএন বা আইপি চেঞ্জ করে ক্লিক করেনঃ অনেকেই ভিপিএন ব্যবহার করে আইপি চেঞ্জ করে নিজেই নিজের ভিডিও দেখে এবং লাইক, কমেন্ট ও এডে ক্লিক করে থাকে। মনে রাখবেন গুগুল আপনাকে Mac Address দিয়ে ট্রাক করে। তাই ভিপিএন কোন কাজে আসে না। গুগুল আপনাকে চিনবেই। তাছাড়া বাংলাদেশি কোন অপারেটরই আপনাকে ইউনিক আপনি দিবে না। প্রতিবার ডেটা কানেকশন অন/অফ করেই আপনার আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতারাং ভিপিএন ব্যবহার করে ক্লিক করা যাবে না।
  3. এডে ক্লিক করার জন্য কাউকে ফোর্স করেঃ অনেকেই সাবস্ক্রাইব বিনিময়ের মতো এডসেন্সের ক্লিকও বিনিময় করে থাকে। অর্থাৎ কারো সাথে চুক্তি করে যে আপনার এডে আমি ক্লিক করি আপনি আমার এডে ক্লিক করেন। এভাবে করার ফলে CTR (Click Though Rate) বেড়ে যায়। যার ফলে ইউটিউব আপনাকে সন্দেহ করে এবং আপনার চ্যানেল, ওয়েবসাইট, এডসেন্স ও গতিবিধি ইত্যাদি ট্রাক/লক্ষ্য করে। যার কারনে Adsense থেকে আপনাকে ব্লক করেও দিতে পারে এবং ইউটিউব চ্যানেল হারাতেও হতে পারে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন।
পরোক্ষ কারনসমূহঃ
  1. অন্যের মোবাইল/পিসিতে ইউটিউব চ্যানেল বা এডসেন্স একাউন্ট লগিন করাঃ অন্যের মোবাইলে যখন আপনি আপনার চ্যানেল বা এডসেন্স লগিন করেন তখন গুগুল ধরে নেয় সেটাও আপনার মোবাইল। এরপর ওই মোবাইলের ব্যবহারকারী যখন আপনার চ্যানেলের ভিডিও দেখে নিয়মিত এডে ক্লিক করে গুগুল ধরে নেয় আপনি নিজের এডে নিজে ক্লিক করছেন বা অন্যের মাধ্যমে করাচ্ছেন।
  2. রোবটিক ক্লিকঃ অনেকেই ক্লিক বোম্বার সহ নানা ধরনের এক্সটেনশন ইউজ করে এডে ক্লিক করে। ঠিক যেমনটা ক্লিক বোম্বার দিয়ে এক সাথে কয়েক লক্ষ ইমেইম পাঠানো। এটা স্পামিং এর আওতায় পড়ে। এই ব্যাপারে সতর্ক হতে হবে।
  3. সাব ফর সাবঃ এই ধরনের সাইট গুলো ইউজ করে অনেকেই ইউটিউব ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার নেয়। কিন্তু এক্ষেত্রে যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা আপনার ভিডিওতে ডুকেই সাবস্ক্রাইব, লাইক, এডে ক্লিক ইত্যাদি করে মোটামুটি ৫সেকেন্ডেই আবার বেড়িয়ে যায়। যার ফলে আপনার ভিডিও র‍্যাংকিং হয়না এবং এই ধরনের ক্লিকের জন্য ইউটিউব আপনার চ্যানেল এওং আপনার গতিবিধি লক্ষ্য করে।
কিছু ভুল ধারনাঃ
  1. ভিপিএনঃ ভিপিএন ব্যবহার করে ইউটিউব ব্যবহার করতে অনেকেই ভয় পায়। এতে কোন সমস্যা হয় না। তবে আপনি ভিপিএন ব্যবহার করে নিজের ভিডিও নিজে না দেখার চেষ্টা করবেন। আর ভুলেও নিজের এডে নিজে ক্লিক করবেন না।
  2. কেউ যদি শত্রুতা করে আমার ভিডিওতে অবাধে ক্লিক করতে থাকেঃ সে যদি আপনার মোবাইল দিয়েই এভাবে ক্লিক করে বা পরোক্ষ কারনসমূহের ১ নাম্বার কারন অনুযায়ী ক্লিক করে তাহলে আপনাকে চ্যানেল এবং এডসেন্স হারাতে হতে পারে। তাই অন্যের মোবাইলে ভুলেও লগিন করবেন না। অন্যের চ্যানেলও নিজের মোবাইলে লগিন করবেন না। তবে তার সাথে আপনার যদি কোন কানেকশন না থাকে এবং সে অবাধে ক্লিক করতে থাকে তাহলে গুগুল সেগুলো Invalid Click হিসেবে Dustbin এ ফেলবে আপনার কোন সমস্যা হবে না।
গুগুল কিভাবে Invalid Click সনাক্ত করে তা দেখুনঃ


উপরোক্ত বিষয়গুলো মেনে চললে আপনার Monitization কখনোই Invalid Click Activity এর জন্য Disabled হবে না।
Share:

August 19, 2017

কিভাবে কোন সমস্যা ছাড়াই আজীবন ফ্রিতে IDM ইউজ করবেন। (All Problem Fixed)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
এর আগে আমি একটি পোস্ট করেছিলাম "কিভাবে IDM দিয়ে ইউটিউবের Playlist এর সকল ভিডিও একসাথে ডাউনলোড করবেন"।
ওই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, "কিভাবে IDM ফ্রিতে ইউজ করব? কিভাবে Creak Version এর ইরর ম্যাসেজ গুলো তাড়াবো.......... ইত্যাদি"।
তাই আমি আজকে এই পোস্টটি করলাম। এবং এতে আপনার IDM সম্পর্কিত সকল সমস্যা চুকে যাবে।

ধাপ-১
প্রথমে নিচের লিংক থেকে IDM+Creak File (64bit+32bit সহ) একসাথে ডাউনলোড করে নিন। আমি Zip ফাইল করে একসাথে আপলোড করে দিয়েছি এই লিংকটি থেকে আজীবন ডাউনলোড করতে পারবেন।
ধাপ-২
ডাউনলোডের পর Zip ফাইলটি Extract করে নিন। তাহলে একটি ফোল্ডার পাবেন সেখানে সব গুলো ফাইল দেয়া আছে।

ধাপ-৩

আপনার পিসির ইন্টারনেট কানেকশন অফ করুন। এবং যদি এন্টিভাইরাস ইন্সটল করা থাকে তাহলে তা বন্ধ করুন বা সাময়িক ভাবে অফ করুন।
ধাপ-৪
Extract করা ফোল্ডার থেকে IDM সফটওয়ারটি ইন্সটল করুন। ইন্সটল করেই অপেন করবেন না, যদি ওপেন হয়ে যায় তাহলে Exit করে দিন।
ধাপ-৫
আপনার পিসি যত বিট সে অনুযায়ী Extract ফোল্ডার থেকে ক্রেক ফাইল ইনস্টল করুন। ক্রেক ফাইল ইন্সটল আর IDM ইনস্টল একই রকমই। ক্রেক ইন্সটল করলেই কাজ শেষ। এবার নেট কানেকশন আর এন্টিভাইরাস ও অন করতে পারেন। আর আজীবন চালাইতে থাকেন।
(কিভাবে কত বিট দেখবেন, ডেক্সটপ থেকে My Computer এর উপর রাইট ক্লিক করে Properties এ ডুকুন। এখানে সব তথ্য দেয়া আছে।)

এই পদ্ধতিতে আপনার IDM ইউজ করতে কোন সমস্যা হবে না। কোন রকম স্লো স্পিড বা "IDM registered with fake serial code" মেসেজ শো করবে না।
যাদের সমস্যা হচ্ছে বা কোন কিছু বুঝতেছেন না তারা এই ভিডিওটি দেখুন-
সতর্কতাঃ কখনোই IDM আপডেট দিবেন না। আপডেট দিলেই ক্রেক কাজ করবে না! আবার নতুন করে ইনস্টল করতে হবে।
এই কাজগুলো একজন সাধারণ ইউজারের পক্ষে করা খুবেই সহজ তাই বেশি স্কিনশট দেয়ার প্রয়োজন মনে করি নাই।
পিসি এর যেকোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন ১০০% সাহায্য চেষ্টা করব। ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাতে পারেন। বা আমাকে ইমেইল করতে পারেন (firakib1@gmail.com)
ধন্যবাদ।
Share:

August 16, 2017

কিভাবে যেকোনো পাসওয়ার্ড কে লেখায় পরিণত করে দেখবেন?

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে একটি ছোট হ্যাকিং ট্রিক। ছোট ট্রিক বলে কেউ এড়িয়ে যাবেন না, এই ছোট ট্রিক গুলোই একসময় আপনাকে বড় কোন কাজে সাহায্য করতে পারে।
আর অনেকেই এই ট্রিকটা জানেন, যারা জানেননা শুধু তাদের জন্য। আর এটি হ্যাকিং ছাড়াও যেকোন আইডি এর পাসওয়ার্ড ভুলে গেলে যদি কোন ব্রাওজারে সেভ থাকে বের করতে পারবেন।

তো ধরুন আপনার বন্ধু আপনার পিসিতে তার ফেসবুক একাউন্ট লগিন করে চালিয়েছিল। এরপর লগআউট করে রেখে যায় এরপর আপনি দেখলেন তার একাউন্ট সেভ হয়ে আছে, মানে ইমেইল দেখা যাচ্ছে আর পাসওয়ার্ড ডট আকারে দেখাচ্ছে এবার আপনি ইচ্ছা করলেই তার আইডি লগিন করতে পারেন। কিন্তু পাসওয়ার্ড তো দেখতে পারবেন না!!

আমার ট্রিকটি এই পর্যায়েই আপনার কাজে লাগবে কিভাবে এই রকম পাসওয়ার্ড গুলো দেখবেন।
তো ঝটপট নিচের ভিডিওটি দেখে ফেলুন-

How To Convert Password DOTS into TEXT | Basic Hacking Trick

ধন্যবাদ।
Share:

August 14, 2017

কিভাবে IDM দিয়ে ইউটিউবের Playlist এর সকল ভিডিও একসাথে ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম প্রিয়-বোনেরা আশাকরি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন একটি ট্রিক।
আমরা অনেক সময়ই ইউটিউব থেকে প্লেলিস্টের সব গুলো ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। যেমন একটি কোর্সের সব ভিডিও যদি একটি প্লেলিস্টে থাকে তাহলে কিভাবে সব গুলো একসাথে ডাউনলোড দিবেন? আজকের এই ট্রিকটি এই জন্যই।
তো প্রথমেই আপনার পিসি/ল্যাপটপে IDM (Internet Download Manager) ইনস্টল থাকতে হবে। এরপর আপনি যেকোন ব্রাউজার দিয়ে ইউটিউব এ ডুকে Playlist এর লিংকটি কপি করতে হবে। (এই কাজটি একটু ক্রিটিকাল সবাই খুজে পায় না, তাই নিচের ভিডিও টি দেখবেন)
এরপর "YoutubeMultiDownloader.com" এ গিয়ে প্লেলিস্ট এ ক্লিক করে আপনার লিংকটি পেস্ট করুন। তারপর একটু অপেক্ষা করলে একটি বক্স আসবে সেখানে অনেকগুলো লিংক আসবে এক সাথে সবগুলো একসাথে কপি করে একটি টেক্সট ফাইল তৈরি করে সেইব করে রাখুন। এরপর IDM - Task - Import - Text File - সিলেক্ট করে দিন। এরপর স্টার্টে ক্লিক করুন। সব গুলো ফাইল একটির পর একটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

উপরের কাজগুলো একটু জটিল (স্কিনশট দিয়ে বুঝানো যায় না) তাই আপনাদের সুবিধার্থে আমি একটি ভিডিও টিউটোরিয়াল দিলাম। এটি দেখলে আপনি কোন জামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন।
https://www.youtube.com/watch?v=kXsTEyE80n0
Share:

August 13, 2017

এবার কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেও আপনি ওয়াইফাই চালাতে পারবেন।

আমরা অনেকেই আছি হ্যাক করে বা অন্য কোনভাবে অন্যের ওয়াইফাই চালাই। কিন্তু দেখা যায় কিছুদিন পর তারা পাসওয়ার্ড চেঞ্জ করে পেলে। ফলে আপনার খেল খতম আর চালাতে পারেন না। তো, এই রকম যাদের অবস্তা তাদের জন্য মূলত এই ট্রিকটি।
ওয়াইফাই এর ওনার বা মালিকরা পাসওয়ার্ড চেঞ্জ করলেও পিন কোডটি চেঞ্জ করে না! তারা জানেই না এই পিন কোডটির কাজ কি। ফলে শুধু পাসওয়ার্ড চেঞ্জ করেই তারা নিশ্চিত থাকে কেউ আর তাদের ওয়াইফাই চালাচ্ছে না। তাদের এই অন অবগতিকেই আমরা কাজে লাগাবো এবং আজিবন ওয়াইফাই চালাবো।
এবার মূল বিষয়ে আসি,
আমি পিসি/মোবাইল দুইটা থেকেই দেখাচ্ছি। পিসিতে এই কাজটি করার জন্য আমাদের "Jumpstart" নামের একটি ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে হবে। এবং মোবাইলের জন্য "WPS Connect" নামে একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে।
Tools:

  1. Jumpstart
  2. WPS Connect

এরপর আপনার কাঙ্খিত ওয়াইফাই এর এডমিন প্যানেলে লগিন করে MENU - QSS - থেকে পিন কোডটি কপি করে রাখুন।
এবার মালিক যখন পাসওয়ার্ড চেঞ্জ করবে তখন এই সফটওয়ার গুলো অপেন করে নেটওয়ার্ক সার্চ দিন। এবং আপনার কাংখিত ও্যাইফাই সিলেক্ট করে পিন কোডটি দিয়ে কানেক্ট এ ক্লিক করুন। ৫ সেকেন্ড এর ভিতর কানেক্ট হয়ে যাবে।
বিঃদ্রঃ এই ট্রিকটি লিখে বোঝানো খুবেই কষ্টসাধ্য যদি কেউ না পারেন তাহলে দুইটি ভিডিও দিলাম এই ভিডিও দুইটা দেখেন। আশা করি আপনি পারবেনই।
মোবাইল থেকে করলেঃ
https://www.youtube.com/watch?v=pd62gogEDKg
পিসি থেকে করলেঃ
https://www.youtube.com/watch?v=pd62gogEDKg
Share:

August 2, 2017

Easy and Best Ways Speed Up Your Computer

You may comprehend what it feels like to have a fresh out of the box new computer. One that is fit as a fiddle and appears to blast through even the hardest of difficulties. In any case, that crisp computer feeling blurs, and now and again rapidly.

Documents and organizers take more time to open, programs don't close down as fast as you'd trust, deferred logins and new businesses appear to be a day by day event, and you can't whip around like you used to.

In addition, is that occasionally particular projects are at fault, making it hard to know where to start to tidy things up.

Luckily, there are things you can do to accelerate your computer to make it appear to be new once more. Before we investigate how to make an expedient computer once more, how about we initially look at why the computer is moderate in any case.

Why Is My Computer Slow Anyway?

After some time, as you download documents, peruse the web, expel programs, leave applications open, and do essentially whatever else on your computer, it gradually gathers garbage and causes in the background issues that aren't generally so natural to get at first.

Record fracture is a huge guilty party. So is the aggregation of reserved web program records, a jumbled desktop, a full hard drive, moderate equipment, filthy equipment, and numerous different things.

Be that as it may, your computer itself may really not be moderate. You may simply be encountering an ease back web association because of a defective switch, an awful association, or restricted speed offered by your ISP.

Regardless, you may simply need to accelerate your web get to.

Note: These means are expected to be utilized as a part of generally an indistinguishable request from they show up. The thought is to do the most straightforward and slightest intrusive thing first until the point that your framework begins reacting better. At that point, you can do the same number of alternate assignments as you wish to have a go at crushing as tremendously speed out of your computer as you can.

Tidy Up Junk Files and Programs

Utilize a free framework cleaner like CCleaner to eradicate pointless garbage documents in the Windows OS itself, the Windows Registry, and outsider projects like your web programs, which get a kick out of the chance to gather reserve records.

In the event that these brief web records and different futile things stick around for a really long time, they can not just aim projects to hang and end up plainly inert and lazy, yet in addition take up significant hard drive space.

Tidy up your desktop if it's jumbled. Making Windows Explorer stack those symbols and envelopes each time the desktop invigorates can put superfluous load on your equipment, which takes away framework assets that could be utilized somewhere else.

Evacuate undesirable projects that are simply waiting on your computer. These are taking up hard drive space as well as they may open naturally with Windows and be running out of sight constantly, sucking without end at the processor and memory. There are a few free uninstaller instruments that make this truly simple.

Likewise considered garbage records is anything you basically don't utilize or need any longer. In this way, erase those old video records that you downloaded a year prior and go down every one of the information you don't promptly utilize, similar to relax pictures.

Once your computer is free from superfluous transitory and garbage documents, you ought to have all the more free hard drive space accessible for different things that are critical. The bigger free space on the hard drive additionally assists with execution in light of the fact that the drive limit isn't continually being pushed as far as possible.

Defrag Your Hard Drive

To defrag your hard drive is to unite all the unfilled spaces that are made in the document framework structure as you include and evacuate records. These unfilled spaces make your hard drive take more time to think, which thus causes documents, envelopes, and projects to open gradually.

There are a lot of free defrag instruments you can download to do this yet another choice is to utilize the one inherent to Windows.

Expel Viruses, Malware, Spyware, Adware, and so on.

Each Windows computer is helpless against malware yet there's little reason it ought to ever get tainted in the event that you consistently utilize hostile to malware programs.

Once the infection is on the computer, it for the most part stores itself in the framework memory, hoarding assets that could be utilized by real projects, in this manner backing everything off. Some noxious projects demonstrate pop-ups or deceive you into purchasing their "antivirus program," which are considerably more motivations to expel them.

You ought to occasionally examine your computer for malware to dispose of these bothersome memory pigs.

Fix Windows System Errors 

Installing and uninstalling programming and Windows refreshes, rebooting your computer amid a refresh, driving your computer to close down promptly, and different things can cause blunders inside the Windows framework records.

These mistakes can make things bolt up, end program installs and refreshes, and just by and large keep the experience of a smooth computer.

Perceive How to Use SFC/Scannow to Repair Windows System Files to settle any blunders that may be backing off your computer.

Change Visual Effects

Windows gives various intriguing visual impacts including vivified windows and blurring menus. These are fine to have turned on yet just on the off chance that you have enough memory.

You can kill these visual impacts to speed things up a bit.

Clean, Replace or Upgrade Your Hardware 

Despite the fact that product is the reason for some moderate computers, you can just get so far before you have to address the equipment segments.

For instance, if your computer doesn't let you open more than a few projects immediately, or doesn't give you a chance to watch HD films, you might just have a little measure of RAM or a broken/obsolete video card or other part. Or, on the other hand, you may simply have filthy equipment.

It's insightful to occasionally clean your physical equipment parts. After some time, and due particularly to certain natural impacts, fans and different pieces under the case can assemble clusters of soil or hair, which makes them work in overdrive just to work typically. Tidy up everything before you purchase new equipment - it's conceivable that they're recently excessively grimy.

You can utilize a free framework data utility to see the specs of your equipment. These apparatuses are useful in case you're anticipating supplanting equipment with the goal that you don't need to open your computer just to keep an eye on things.

For instance, on the off chance that you need to have 4 GB of RAM, you can utilize a framework data apparatus to affirm that you just have 2 GB (and what kind you have) so you can purchase more.

Reinstall the Entire Windows Operating System 

The most extraordinary answer for accelerating your computer is to erase all the product and documents, evacuate the entire Windows OS, and begin without any preparation. You can do this with a clean install of Windows.

The colossal thing about doing this is you basically have another computer, free of year of programming and registry changes and mistakes that you don't know you had. Nonetheless, you should ponder doing this since it's irreversible and is one of the last choices you can make to accelerate your computer.

Imperative: Reinstalling Windows is a changeless arrangement, so make a point to go down your documents and record any projects you need to make a point to reinstall.
Share:

July 21, 2017

দ্রুত মোটা হওয়ার ১০টি উপায়। দেখে নিন কিভাবে মোটা হবেন?

পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস? খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই? আপনি অবাক হলেও, অনেকেই কিন্তু হবেন না। বরং এই ওজন বাড়াবার টিপস গুলো তাঁর জন্য এক রকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে৷
শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কীভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না।
আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর ১০টি উপায়

১. সকালে উঠে বাদাম ও কিসমিস
ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে আধ কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন ৷সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন।

২. খান প্রচুর শাক সবজি ও ফল
ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে।
যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনও সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন।

৩. খাবারের পরিমাণ বাড়ান
খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন।

৪. বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন
অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে।

৫. খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার
ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সবজির স্যালাড।

৬. জিমে যাওয়া অভ্যাস করুন
ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না। সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশী তৈরি করতে, এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশীর ওজন চর্বির চাইতে অনেক বেশী তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে। নাহলে হিতে বিপরীত হবার আশঙ্কা।

৭. খান “ফ্যান” ভাত-
অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়৷ ফ্যান ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চালের ফ্যান ভাত মজাও লাগবে খেতে।

৮. ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু
ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন।


৯. কমান মেটাবলিজম হার
মোটা হবার পেছনে যেমন ধীর গতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। তাতে আপনি যে খাবারটা খাবেন, সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে ১ ঘণ্টা কোনও কাজ করবেন না।

১০. খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার
আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, নাহলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবার গুলো খেতে পারেন অনায়াসে। যেমন- ঘি/ মাখন, ডিম, চিজ/ পনির, কোমল পানীয়, গরু-খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়নিজ ইত্যাদি।
এরপরেও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায়, তার চিকিত্সা করাতে হবে। পেটের অসুখ, কৃমি, আমাশয় অথবা কোনো সংক্রামক রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে থাকে। অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে থাকে। এমন হলে বিশ্রাম, নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে।
Share:

স্মার্টফোনে আসক্ত হলে যেসব সমস্যা হতে পারে।

মাত্রাতিরিক্ত স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করছেন? চাপ পড়ছে বুড়ো আঙুলে? সেদিকে নজর নেই আপনার! এবার কিন্তু নজর ফেরাতেই হবে, নয়তো অকেজো হয়ে যেতে পারে আপনার বুড়ো আঙুল; এমনকি হাতও।

অনেকেই কব্জিতে ব্যথা অনুভব করেন। আবার মাঝে মাঝেই তা হয়ে যায় অসহ্য যন্ত্রণার। টাচ স্ক্রিনে আপনার হাতের অতি ব্যবহার, সাথে অত্যধিক মেসেজিং থেকে এই রোগের উৎপত্তি।

স্পেনের একটি সাম্প্রতিক গবেষণা বলছে, যারা ১৩০ গ্রামের মোবাইল ফোনে দিনে প্রায় ৬ ঘণ্টা মেসেজিং, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের কব্জিতে অনবরত ব্যথা হতে পারে। এটাকেই বলে ‘হোয়াটসঅ্যাপাইটিস’ যা ধীরে ধীরে ‘কারপাল টানেল সিনড্রোমে’ পরিণত হয়।
এর ফলে সাধারণত কব্জি-সন্ধিতে ব্যথা বা অস্বস্তি বোধ হয়। এছাড়া বেশি সময় কাজ করতে না পারা, হাতের পেশিতে ব্যথা ছড়িয়ে যাওয়া, হাত অসাড় মনে হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়। পাশাপাশি রাতে ব্যথা বাড়া, হাত শক্ত হয়ে যাওয়া, হাতে শক্তি না পাওয়া- এসবও দেখা যায়।
নার্ভ আক্রান্ত হওয়ার ফলে হাতের আঙুল, কব্জিতে মারাত্মক প্রভাব পড়ে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করার জন্য ক্রমাগত আঙুল নাড়ানো বন্ধ না করলে অকেজো হয়ে যেতে পারে হাতের বুড়ো আঙুল।
আবার, যার যে হাতটি বেশি চলে, সেই হাতের আঙুলের রং গোলাপি হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক একটি গবেষণা বলছে, স্মার্টফোনের ওজনের ওপর নির্ভর করে হাতের আঙুলের অবস্থা।
তারা বলছেন, দিন দিন স্মার্টফোনের আকার বাড়ছে। ফলে বুড়ো আঙুলকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে মেসেজ করার সময়। এতে বুড়ো আঙুল ও তর্জনীর ওপর বেশি চাপ পড়ছে।
আর এভাবে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অকেজো হয়ে যেতে পারে হাত।
Share:

July 20, 2017

ইংরেজিতে কথা বলার কয়েকটি উপায়।

ব্যস্ততার কারণে অনেক সময়েই আমরা সামনের মানুষটিকে অপেক্ষা করতে বলে থাকি। ইংরেজিতে সচরাচর ‘Wait for me.’ (ওয়েট ফর মি/আমার জন্যে অপেক্ষা করুন)-এর মতো সাধারণ বাক্য দিয়ে কাউকে অপেক্ষা করতে বলা হয়ে থাকে। আমাদের আজকের আয়োজনে আমরা জেনে নেব একটু ভিন্নভাবে কাউকে অপেক্ষা করতে বলার পাঁচটি উপায়।

১) Hang on a moment. (হ্যাং অন আ মোমেন্ট/একটু অপেক্ষা করুন)
Advertisement
অল্প সময়ের জন্য কাউকে অপেক্ষা করতে হলে তাকে নম্র স্বরে বলুন, ‘Hang on a moment.’ অথবা ‘Hold on!’ (হোল্ড অন)
২) I will be right with you. (আই উইল বি রাইট উইথ ইউ/আমি কিছুক্ষণের মাঝেই আপনার কাছে ফিরে আসছি)
সাধারণত কলসেন্টারগুলোয় গ্রাহকদের অপেক্ষা করতে বলার জন্যে অনুরোধ করতে বলা হয়, ‘I will be right with you, sir/madam.’
৩) Bare with me. (বেয়ার উইথ মি/আমার সঙ্গেই থাকুন বা অপেক্ষা করুন)
বেশি সময় ধরে অপেক্ষা করার প্রয়োজন হলে এটি ব্যবহার করা হয়। ধরুন, আপনি টাইপিং-এর কাজ করছেন এবং কাজটি শেষ করতে আপনার আরো সময় প্রয়োজন। এই সময়ে টাইপিং-এর জন্য কেউ তাগাদা দিলে তাকে বলুন, ‘This will take some time. Bare with me. (দিস উইল টেক সাম টাইম। বেয়ার উইথ মি)’ অর্থাৎ, কাজটি শেষ হতে আরো সময় লাগবে। অপেক্ষা করুন।
৪) Let me see. (লেট মি সি/আমাকে একটু সময় দিন)
হুট করে কারো প্রশ্নের জবাব মাথায় না এলে বা কাউকে কোনো তথ্য দেওয়ার জন্য একটু চিন্তা করার সময়ের প্রয়োজন হলে তাকে কায়দা করে বলুন, ‘Let me see.’ এবং তারপরে প্রয়োজনীয় সময় নিয়ে চিন্তা করে, গুছিয়ে সামনের ব্যক্তিকে আপনার উত্তরটি দিন।
৫) All in good time. (অল ইন গুড টাইম/আরো কিছু সময়ের প্রয়োজন)
ধরুন আপনি রাতের খাবার রান্না করছেন এবং আপনার রান্না শেষ করতে আরো সময়ের প্রয়োজন। এই ক্ষেত্রে কেউ যদি জানতে চায় রাতের খাবার কখন পরিবেশন করা হবে তখন গুছিয়ে বলুন, ‘The dinner will be served all in good time. (দ্য ডিনার উইল বি সারভড অল ইন গুড টাইম)’ অর্থাৎ, রাতের খাবার পরিবেশনে আরো কিছু সময়ের প্রয়োজন।
এবার আসা যাক আপনার জন্য অপেক্ষা করে থাকা ব্যক্তিকে অপেক্ষার মতো ধৈর্যশীল কাজটি করার জন্য ইংরেজিতে কীভাবে তাকে ধন্যবাদ জানাবেন সেই প্রসঙ্গে। আপনি তিনটি ভিন্ন উপায়ে ধন্যবাদ দিতে পারেন।

১) I apologize for the delay. (আই এপোলোজাইজ ফর দ্য ডিলে/আমি দেরি করার জন্য ক্ষমাপ্রার্থী)
কোনো সাক্ষাতে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে পৌঁছালে তার জন্য ক্ষমা চেয়ে বলুন, ‘I apologize for the delay’ এবং একই সঙ্গে অপেক্ষা করে থাকার জন্যে তাকে ধন্যবাদ জানাতে আগের বাক্যটির সঙ্গে জুড়ে দিন ‘Thank you for waiting. (থ্যাংক ইউ ফর ওয়েটিং)’ অর্থাৎ, অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ।
২) Thank you so much for waiting. (থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং/অপেক্ষা করার জন্যে আপনাকে ধন্যবাদ)
অপেক্ষারত ব্যক্তিকে ধন্যবাদ জানাতে আপনি বলতে পারেন, ‘Thank you so much for waiting.’
৩) Sorry to keep you waiting. (স্যরি টু কিপ ইউ ওয়েটিং/আপনাকে অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত)
অনেকক্ষণ ধরে কাউকে অপেক্ষা করিয়ে রাখলে তাকে বলুন, ‘Sorry to keep you waiting for so long. Thank you for waiting.(স্যরি টু কিপ ইউ ওয়েটিং ফর সো লং।
থ্যাংক ইউ ফর ওয়েটিং/আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি দুঃখিত। আপনাকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ।)’
পরেরবার ইংরেজিতে কাউকে অপেক্ষা করতে অনুরোধ করার জন্য ইংরেজিতে এই উপায়গুলোর সাহায্য নিন এবং বিষয়গুলো আরো চর্চা করুন।
Share:
Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger