Free Tips and Trick

December 7, 2016

ওয়াপকা সাইট গুগুলে এড করা ও সাইটম্যাপ তৈরির সম্পূর্ণ টিউটোরিয়াল সাথে স্কিনশট।

আসসালামু আলাইকুম আমি এফ আই রাকিব।আমার এই ক্ষুদ্র ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।আজ আপনাদের দেখাবো কিভাবে ওয়াপকা সাইট গুগুলে এড করতে হয় এবং ভেরিফাই করতে হয়।




আপনার সাইট গুগুলে এড করা বা SEO করার আগে করনীয়।
গুগুলে এড করার আগে ::Edit site:: >> Global Setting >> Headtag(meta,styles…..)>>Edit robots file (robots.txt) >> এখানে নিচের কোডটি বসান।
মনে রাখবেন কোডটি বসানোর পর যাতে এটার মাঝে লাইন ব্রেক থাকে স্পেস এর বদলে লাইন ব্রেক ইউস করবেন।

User-agent: *
Allow: /
Sitemap: http://fibd.gq/sitemap.xml

আমার সাইটের নাম Fibd.GQ কেটে আপনার সাইটের নাম দিবেন।
আবার ::Edit site:: >> Global setting>> Headtag (meta, styles…..) >> Edit sitemap file (sitemap.xml) >>এখানে আপনার সাইটের সব গুলা পেইজের আইডি দিবেন কমা ব্যবহার করে করে।
আইডি পেতে পেইজে ডুকুন তারপর Address bar এ দেখুন লেখা আছে http://fibd.gq/site_43.xhtml এরুকুম এখানে 43 টা হলো আইডি কোড এই কোড গুলা সব একটি খাতায় লিখে তারপর sitemap এ এইরুকুম করে লেখেন 1,43,65,44,23,76,87
এরপর যদি ফোরাম থাকে তাহলে ফোরামের আইডি গুলা এভাবে বের করেন। ফোরামে ডুকে Address bar এ দেখবেন http://fibd.gq/forum_239733.xhtml 
এখানে 239733 এই কোড গুলা খাতায় লিখে রেখে তারপর sitemap এ গিয়ে এবাবে লিখুনঃ
1,43,65,44,23,76,87, f239733,f597934,f535678 এই রুকুম মানে ফোরামের আইডির আগে শুধু একটা f যুক্ত করতে হবে।



আপনার যদি পিসি থাকে তাহলে পিসি থেকে করেন নাইলে Android এ Google Chrome Browser Play store থেকে ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন তারপর Address bar এর পাশে : রুকুম চিহ্নে ক্লিক করেন এবং request desktop site এ টিক দিন।


এবার প্রথমে নিচের লিংকে যান Webmaster Tool
এবার আপনার Gmail দিয়ে লগইন করেন।


লগইন করার পর এই পেইজটি দেখবেন-

এখানে আপনার সাইটের নাম দিন।এবং ADD PROPERTY তে ক্লিক করেন।
নোটঃ www. এবং http:// ছাড়া দিলে ভাল হবে।
তাহলে নিচের মতো পেইজ দেখতে পারবেন-

এখানে Alternative Methodএ ক্লিক করে HTML Tag এ ক্লিক করেন এবং Meta কোড টি কপি করে অন্য একটি Tab বা Browser ওপেন করে আপনার সাইটের Headtag (meta,styles….) এ বসান মনে রাখবেন যত তারাতারি বসাতে পারেন তত ভাল কারন Browser এর কুকি ডিলিট হয়ে গেলে আবার প্রথম থেকে করতে হবে!!
বসানোর পর verify এ ক্লিক করেন তাহলে এই পেইজ টি দেখতে পারবেন।


এরপর Continue তে ক্লিক করেন।
তাহলে নিচের মতো পেইজ আসবে 

এখান থেকে crawl এ ক্লিক করে sitemap এ ক্লিক করেন এবং sitemap.xml লিখে Submit এ ক্লিক করুন।


কাজ শেষ।এবার আপনি ৫-৬ ঘন্টা পরে বা ১দিন পরে আপনার সাইট এর নাম গুগুলে সাচ দিয়ে দেখেন। দেখবেন আপনার সাইট গুগুলে শো করতেছে।
আপনার ওয়াপকা সাইট গুগুলে এড করার পর সাইটের ::Edit site:: >> Global Setting>>Head tag(meta,style…….) >>এখানে অন্য কোডের উপরে বা নিচে এই কোড গুলো বসান।
<meta content='chrome=1' http-equiv='X-UA-Compatible'/>
<meta content='1 days' name='revisit'/>
<meta content='1 days' name='revisit-after'/>
<meta content='10' name='pagerank™'/>
<meta content='General' name='Rating'/>
<meta content='never' name='Expires'/>
<meta content='all' name='audience'/>
<meta name="Identifier-URL" content="http://Fibd.gq"/>
<meta content='english' name='Language'/>
<meta name="ROBOTS" content="INDEX,FOLLOW"/>
<meta name="robots" content="ALL"/>
<meta name="copyright" content="fibd.gq"/>
<meta name="author" content="Firakib"/>
<meta name="designer" content="Firakib"/>
<meta name="GoogleBot" content="noOdp"/>

এখানে আমার নাম কেটে আপনার নাম বসান।মনে রাখবেন এই কোড গুলা খুবেই জরুরি।
এরপর আবার এই কোডটা বসানঃ

<meta name="description" content="Full mp3 song,full video song,full move,wallpager themes, games, softwere,etc" />
<meta name="keywords" content=",Bangla song,Hindi song video mp3,Bangladeshi Mp3 Song and Video Download,bengali movie all mp3 song, new bengali song,all song of 2012 2013 2014 2015 2016 2017 2011, Gp Free Internet By Opera Mini, Gp Free Net, Opera Free Net, Robi, Airtel, Banglalink, Teletalk Free Internet Trick, Free Internet For Pc, All Free Internet, Bangla Jokes" />

এই কোড গুলা থেকে আপনার ইচ্ছা মতো করে ট্যাগ বসান।তবে 400 ওয়ার্ড এর বেশি বসাবেন না।
এগুলো বসানোর পর ৪-৫ পরে থেকে আপনার সাইটের পোস্ট বা আপলোড করা ফাইল গুলা নিয়মিত গুগুলে শো করবে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।আমাদের সাইটে নিয়মিত ভিজিট করবেন তাহলে ভাল কিছু শিখতে পারবেন!! ধন্যবাদ!
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger