Free Tips and Trick

January 3, 2017

হাসির গল্প। একটি দাড়ি ওয়ালা লোক।


এক রাজা ঘোষণা করলেন, আমার রাজ্যে যে লোকের মুখে মাত্র একটা দাড়ি আছে তার এই কৃতিত্তের জন্য আমি তাঁকে একদিনের জন্য রাজা বানাবো। তবে শর্ত হলো দাড়ির দৈর্ঘ্য কমপক্ষে ৫ ইঞ্চি হতে হবে। ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একমাত্র দাড়িওয়ালা এক লোক এ কথা শুনে খুব মন খারাপ করলেন। ইস্! ১ ইঞ্চির জন্য একদিনের রাজত্ব পাওয়া হলো না।

এক ব্যক্তি তাঁকে পরামর্শ দিলেন, প্রতিদিন সরিষার তেল দিয়ে এই দাড়ি মালিশ করলে ১ ইঞ্চি বৃদ্ধি পাবে। যেই কথা সেই কাজ। সত্যি সত্যি কয়েকদিন পর তাঁর দাড়ি ১ ইঞ্চি বাড়লো। কয়েকদিন পর মহাখুশিতে সেই লোক রাজদরবারের দিকে চলল। মনে খুশি আর ধরেনা। হাতে তেল দাড়িতে মালিশ করতে করতে যেই তিনি দরবারে ঢুকতে যাবেন। অমনি ................................................................দাড়িটা ছিড়ে গেল।
Share:

0 comments:

Post a Comment

Copyright © 2025 Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger