Free Tips and Trick

November 28, 2016

Xapk কি? কিভাবে xapk ফাইল ইন্সটল করতে হয় জেনে নিন।


আজকে একটু অফ টপিক নিয়ে আলোচনা করি! টপিকটি হলো বড় বড় সাইজের এইচ.ডি গেমগুলো কিভাবে পি.সি এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করবেন! চলুন শুরু করি?



এর জন্য প্রথমে আপনাকে গেমটির XAPK file download করতে হবে! ভাবছেন এই XAPK ফাইল আবার কি? XAPK file হচ্ছে APK+OBB data যুক্ত ফাইল। অর্থাৎ, এই ফাইলটি ডাউনলোড করলে আপনাকে আলাদা আলাদা ভাবে APK & OBB file ডাউনলোড করতে হবে না! 

ঐ গেমের .XAPK ফাইলটি ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে XAPK INSTALLER.APK ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর এই অ্যাপটি সাধারণ নিয়মে আপনার ফোনে ইনস্টল করে ওপেন করুন। 

তারপর গেম ফাইলটি সিলেক্ট করুন এবং ইনস্টল করে ফেলুন। অটোমেটিকলি ফাইল এক্সট্রাক্ট হয়ে ইনস্টল অপশনটি না আসা পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ইনস্টল অপশনটি আসলে তা সিলেক্ট করুন। ব্যাস আপনার গেমটি ইনস্টল শেষ।

এই XAPK FILE DOWNLOAD করার জনপ্রিয় একটি LINK হচ্ছে: http://www.apkpure.com
এখানে আপনি আপনার যাবতীয় গেমস্ এবং এপস্ পেয়ে যাবেন একদম ফ্রি তে!!!
উপকৃত হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger