Free Tips and Trick

February 17, 2017

GP Easynet কি? কিভাবে GP Easynet ব্যবহার করে?

GP Easynet কি? কিভাবে GP Easynet ব্যবহার করে?

Easynet – এর দুনিয়ায় স্বাগতমঃ

জিপি Easynet বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহারের
একটি নতুন পথ। আসুন এবং বিনামূল্যে উপভোগ
করুন ফেসবুক, উইকিপেডিয়া র মত সাইট থেকে
শুরু করে ফ্রী গেমস এবং আরো অনেক
সুবিধা। সুতরাং, ভোগ করুন, উপভোগ করুন এবং ছড়িয়ে দিন ইন্টারনেট এর আশীর্বাদ।

Easynet কি ?

Easynet একটি সহজ ওয়েব প্ল্যাটফর্ম যেটি
সাধারণ ইন্টারনেট সক্রিয় মোবাইল ব্যাবহারকারি
থেকে শুরু করে স্মার্টফোন ব্যাবহারকারি সবার
জন্য উন্মুক্ত। Easynet প্ল্যাটফর্ম এর মাধ্যমে
ব্যাবহারকারি বিনামূল্যে ওয়েব ব্রাউজিং, আকর্ষণীয়
ইন্টারনেট প্যাক, ফ্রী গেমস এর মত নানা সুবিধা
পেয়ে থাকবেন।

কীভাবে এটা পেতে পারেন ?

আপনার ব্রাউজার থেকে www.gpeasynet.com
জান অথবা ডায়াল করুন *৫০০০*৫৫# এবং ফিরতি
এসএমএস এ পান GP Easynet এর লিঙ্ক।
আপনি যদি জিপি ইন্টারনেট প্যাক ব্যাবহার করে
থাকেন তাহলে বিনামূল্যে আপনার ফোন/ল্যাপটপ
এর ব্রাউজার থেকে এই সাইট এ প্রবেশ করতে
পারবেন।

এটার খরচ কত ?


Easynet সাইটটি আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। শুধু
মাত্র ইন্টারনেট প্যাক কিংবা অন্য সুবিধা ক্রয় করলে
আপনাকে চার্জ করা হবে।

আর কি কি করা যায় এখানে ?


  • রিচার্জঃ মোবাইল ওয়ালেট ( bKash, MCash,
    MyCash ইত্তাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যাবহার
    করে আপনার ফোন নাম্বার রিচার্জ।
    অনুসন্ধানঃ সার্চ বাক্সে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ড/
    বাক্য টাইপ করুন এবং Google থেকে ফলাফল
    পান।
    প্যাক কিনুনঃ আপনার চাহিদা অনুযায়ী আকর্ষণীয়
    ইন্টারনেট প্যাক কিনুন।
    লেটস ভিসিটঃ বিনামূল্যে ফ্রি সাইট ভিসিট করুন
    (এসব সাইট এর জন্য কোনো ডাটা কাটা হবে
    না।)
    ফি ইন্টারনেট জিতুনঃ ফ্রি অ্যাপ ডাউনলোড
    করুন এবং লুফে নিন পূর্বনির্ধারণ কৃত ফ্রী ডাটা।
    একটি অ্যাপ এর জন্য শুধুমাত্র একবার এই অফার
    পাওয়া যাবে।
    জিপি অ্যাপ স্টোরঃ এখান থেকে আপনি
    বিনামূল্যে নামাতে পারবেন ফ্রি অ্যাপ এবং
    গেমস। শুধুমাত্র পূর্ণ ভার্সন পেতে গেলেই
    আপনাকে চার্জ করা হবে।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger