আপনি হয়তো এন্ডয়েডের মতো একটি সফটওয়ার খুজছেন যেটা দিয়ে পিসিতেও ইন্টারনেট স্পিড সরাসরি দেখা যাবে। তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এর মাধ্যামে আপনি আপনার ইন্টারনেট কখন কত খরচ হচ্ছে দেখতে পারবেন।অযথা এমবি কাটছে কিনা দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন এরপর ইন্সটল করে ওপেন করুন দেখবেন আপনার পিসির টাস্কবারে ইন্টারনেট স্পিড দেখা যাচ্ছে।
Download Link
যদি স্পিড দেখা না যায় তাহলে রাইট বাটমে ক্লিক করে Configuration এ যান এবং Network Interface থেকে আপনার ইন্টারনেট কানেকশনটি সিলেক্ট করে বা রিপ্রেস বাটমে ক্লিক করে apply তে ক্লিক করুন দেখবেন শো করছে।
0 comments:
Post a Comment