অনেক সময় আমাদের মোবাইললে বেশি এমবি থাকলে তা বন্ধুদের সাথে হটস্পটের মাধ্যামে ভাগাভাগি করে নেই। কিন্তু দেখা যায় আমি অন্য কাজে ব্যাস্ত থাকলে সে দ্রুত কিছু ডাউনলোড দিয়ে আমাকেই বাশ দেয়! সো এই ধরনের বন্ধুদের হামলা থেকে বাচার জন্য এই ট্রিক। এর মাধ্যামে আপনি নির্দিষ্ট পরিমাণ ডাটা শেয়ার করতে পারবেন।
প্রথমে এই এপ টি ডাউনলোড করে ইনস্টল করুন।
Wifi Hotspot Meter
এরপর ওপেন করলে এইরকম আসবে-
এখান থেকে আপনি নিচের মাঝখানে যে আইকন টি আছে তাতে ক্লিক করুন।তাহলে এই রকম আসবে-
এখানে ওয়াইফাই এর নাম, পাসওয়ার্ড ও কত এমবি পর্যন্ত শেয়ার করতে চান তা লিখে টিক চিনহ আইকন এ ক্লিক করেন।আর আপনার হটস্পট অন হয়ে যাবে। এরপর আপনার বন্ধু যখন আপনার ঠিক করে দেয়া এমবি পর্যন্ত খরচ করবে তখন আপনা আপনিই হটস্পট অফ হয়ে যাবে।
প্রথমে এই এপ টি ডাউনলোড করে ইনস্টল করুন।
Wifi Hotspot Meter
এরপর ওপেন করলে এইরকম আসবে-
এখান থেকে আপনি নিচের মাঝখানে যে আইকন টি আছে তাতে ক্লিক করুন।তাহলে এই রকম আসবে-
এখানে ওয়াইফাই এর নাম, পাসওয়ার্ড ও কত এমবি পর্যন্ত শেয়ার করতে চান তা লিখে টিক চিনহ আইকন এ ক্লিক করেন।আর আপনার হটস্পট অন হয়ে যাবে। এরপর আপনার বন্ধু যখন আপনার ঠিক করে দেয়া এমবি পর্যন্ত খরচ করবে তখন আপনা আপনিই হটস্পট অফ হয়ে যাবে।
0 comments:
Post a Comment