Free Tips and Trick

January 28, 2017

জিমেইল আইডিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে করনীয়। আপনার জিমেইল আইডি কেউ হ্যাক করতে পারবে না।

আজকাল প্রায় অনেকেই coc একাউন্টে বা facebook এ বা google drive এ Gmail ব্যাবহার করেন।কিন্তু কোনভাবে কেউ পাসওয়ার্ড জেনে গেলেই সর্বনাশ। আপনার অজান্তেই সে লুকিয়ে লুকিয়ে হাতিয়ে নিবে আপনার সমস্ত পার্সনাল ডাটা।তাই আপনি যদি 2-step verification চালু করেন তাহলে আপনার Gmail এর পাসওয়ার্ড
জানলেও কেউ আপনার Gmail এ লগিন করতে পারবে না।log in করতে গেলেই ধরা পরবে। কেননা লগিন করার সময় আপনার দেয়া নাম্বারে একটা কোড আসবে। যে কোড না দিলে আপনার Gmail লগিন হবে না।
তাই যারা Gmail এর 2-step verification চালু করতে পারেন না তাদের জন্য আমার আজকের এই টিউন।
চলুন দেখে আসি কি করে Gmail এর 2-step verification চালু করবেনঃ
প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ https://myaccount.google.com/signinoptions/two-step-verification?
তারপরে নিচেরর স্কিনসট গুলো ফলো করুনঃ





ব্যাস কাজ শেষ চালু হয়ে গেলো 2-step verification।
আপনি চাইলে ওদের দেয়া ১০ টা কোড কপি করে রাখতে পারবেন আপনার আইডি তে লগিন করার জন্য। প্রতিটা কোড মাত্র একবার ব্যাবহার করা যাবে।১০ টা শেষ হলে আপনাকে আবার নতুন কোড দিবে।
কোডগুলো নিবেন যেভাবেঃ

আপনি যদি 2-step verification বন্ধ করতে চান তাহলে যা করবেন 
প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ
https://myaccount.google.com/signinoptions/two-step-verification?
তারপরেঃ 
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। আর হা আপনার অত্যন্তু গুরুত্বপূর্ণ Gmail কে আরো বেশি নিরাপত্তা দিবেন কি করে তা নিয়ে আমি পরবর্তি আরো পোষ্ট লিখবো। এখানে সব গুলো যুক্ত করলে পোষ্ট অনেক বড় হয়ে যাবে।
কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger