Free Tips and Trick

March 16, 2017

Youtube চ্যানলে Custom URL সেট করে কিভাবে দেখে নিন।

আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের Custom URL সেট করবেন। আশা করি Custom URL বলতে যা বুঝায়, সবাই বুঝেন, তারপর ও বলছি URL হলো আপনার চ্যানেলের ইন্টারনেট ঠিকানা। যেমন আমার চ্যানেলের Url হলো www.youtube.com/tipscity
আসুন !! এখন দেখে নেই কিভাবে Custom URL সেট করতে হয়, প্রথমে আপনি আপনার চ্যানেলের। Video Manager- এ যাবেন, যাওয়ার পর ডান পাশ থেকে আপনার Profile আইকনে ক্লিক করবেন।তারপর Creator Studio এর সাথে Setting আইকনে ক্লিক করুন। 
তারপর Advanced-এ ক্লিক করুন। 

এখন Url সেট করার একটি পেজ আসবে। 
দেখেন এখানে এখানে লেখা অাছে, You’re Eligible A custom URL. Claim It Here. অর্থাৎ আপনার চ্যানেলের জন্য একটি Custom URL প্রযোজ্য।
তো এ লেখাটা সবার চ্যানেলে থাকবেনা, আর এ লেখাটা থাকার জন্য কিছু শর্ত আছে যা আপনি Learn More – এ ক্লিক করলে দেখতে পাবেন। এখানে চাঁরটি শর্ত লেখা আছে।
১/আপনার চ্যানেলে ১০০ বা তারচেয়ে অধিক সাব্স্ক্রাইবার থাকতে হবে।
২/আপনার চ্যানেলটি নূন্যতম ৩০ দিনের পূরাতন হতে হবে ।
৩/আপনার চ্যানেলের একটি profile ফটো থাকতে হবে।
৪/আপনার চ্যানেলের একটি Cover ফটো থাকতে হবে।
তো যদি এ শর্ত গুলো আপনার চ্যানেলে পাওয়া যায় তাহলেই আপনি আপনার চ্যানেলের Custom URL সেট করতে পারবেন। আপনি
You’re Eligible A custom URL. Claim It Here -তে ক্লিক করুন।

তার পর আপনি ইচ্ছে করলে স্বয়ং চ্যালেনের নামেই URL নিতে পারবেন, অথবা Suffix of your chooseing – এ ক্লিক করে অন্য কোনো অক্ষর
বা সংখ্যা যোগ করে আপনার চ্যানেলের URL নিতে পারবেন, তো যেকোনো একটি চয়েজ করে
I have read and agree to the custom URL – এ ঠিক চিন্হ দিয়ে Change URL- এ ক্লিক করুন। নিচের ছবির মত।

তার পর Confrim Choice-এ ক্লিক করুন।
ব্যাস !!! কাজ শেষ আপনার চ্যানেলের Custom URL সেট হয়ে গেলো।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger