Free Tips and Trick

November 28, 2016

মোবাইল ফোন ও গেইমস এর প্রতি আসুক্তি বেড়েই চলেছে স্কুল-ছাত্র ছাত্রীদের


এই ছবিটি লক্ষ্য করুন। এটা কোন মাদকের বা এই জাতীয় কিছুর আসুক্তি নয় এটা হচ্ছে মোবাইল এর একটা গেইমের প্রতি আসুক্তি। এই গেইমটির নাম Clash of clans. বাংলাদেশের প্রায় ৪০% ছাত্র-ছাত্রী এভাবেই গেইম খেলে তাদের মুল্যবান সময় নষ্ট করছে। শুধু বাসায় নয় এর দলগত খেলা চলে স্কুল কলেজের আঙিনায়।




কেউ হয়তো ক্লাস বাদ দিয়েও এভাবে বসে পড়ে খেলার জন্য। কিন্তু শত বাধাও তাদের থামাতে পারে। এই অবস্তা চলতে থাকলে দেশের ছাত্রসমাজ ধংস হয়ে যাবে।

অভিভাবকরাও ঠিক মত জানে না তাদের ছেলে মেয়েরা ক্লাসে কি করে। শুধু ছেলেদের ছবি দেয়া হয়েছে বলে ভাববেন না যে শুধু ছেলেরা আসক্ত। মেয়েরাও আছে।

আর শুধু গেইমস নয় ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যামের প্রতিও তাদের আসুক্তি কম নয়।

এভাবে চলতে থাকলে ডিজিটাল বাংলাদেশ এর সপ্ন আর দেখার প্রয়োজন নাই। ডিজিটাল বাংলাদেশের ফল এইরকমি হবে। তাই এগুলো প্রতি সরকার, শিক্ষক ও অভিভাবক দের নজর দেয়া দরকার। 

রিপোর্ট ঃ এফ আই রাকিব
ছবি- ফেসবুক
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger