কেউ হয়তো ক্লাস বাদ দিয়েও এভাবে বসে পড়ে খেলার জন্য। কিন্তু শত বাধাও তাদের থামাতে পারে। এই অবস্তা চলতে থাকলে দেশের ছাত্রসমাজ ধংস হয়ে যাবে।
অভিভাবকরাও ঠিক মত জানে না তাদের ছেলে মেয়েরা ক্লাসে কি করে। শুধু ছেলেদের ছবি দেয়া হয়েছে বলে ভাববেন না যে শুধু ছেলেরা আসক্ত। মেয়েরাও আছে।
আর শুধু গেইমস নয় ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যামের প্রতিও তাদের আসুক্তি কম নয়।
এভাবে চলতে থাকলে ডিজিটাল বাংলাদেশ এর সপ্ন আর দেখার প্রয়োজন নাই। ডিজিটাল বাংলাদেশের ফল এইরকমি হবে। তাই এগুলো প্রতি সরকার, শিক্ষক ও অভিভাবক দের নজর দেয়া দরকার।
রিপোর্ট ঃ এফ আই রাকিব
ছবি- ফেসবুক
0 comments:
Post a Comment