Free Tips and Trick

November 20, 2016

রবি+জিপি ফ্রি ইন্টারনেট ডিসকানেকশন সমস্যার সমাধান।

অনেকেই রবি ও জিপিতে ফ্রি নেট ইউজ করতেছে।কিন্তু যে সমস্যার কারনে ফ্রি নেট চালিয়ে মজা পাওয়া যায় না তা হল ভিপিএন ডিসকানেশন সমস্যা।
অনেক ঘাটাঘাটি করে এই একটা সমাধান পেলাম।তাই শেয়ার করতেছি।
<-- adsense -->
প্রথমে নিচের লিংংক থেকে ভিপিএনটি ডাউনলোড করে নিন।

এরপর ইন্সটল করে ওপেন করুন। তাহলে স্কিনশটের মতো উইন্ডো আসবে।
এখানে Proxy Type: Real host, Real proxy type: SOCKS
এবং Proxy server: আপনি যেটা ইউজ করবেন সেটা আমি রবিতে চালাচ্ছি তাই রবির টা দিয়েছি।

সবকিছু ঠিকভাবে দিয়ে Save এ ক্লিক করে ওপেন করুন। এবার ভিপিএন কানেট দেন।


আর আরামসে চালাতে থাকেন। ভিপিএন ডিসকানেক্ট হবেই না  + ২জি তে চলবে।



বিঃদ্র- প্লিজ কেউ পোষ্ট কপি করবেন না। এতে আর ভাল কোন পোষ্ট করতে উঠসাহ পাই না।
Share:

3 comments:

  1. আপনার এই পোষ্টের জন্য ধন্যবাদ। আগেও ব্যাবহার করেছি কিন্তু আপনার টা অনেক ভালো।

    ReplyDelete

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger