Free Tips and Trick

November 17, 2016

ফেসবুকের মেসেজ হাইড করার উপায়। কিভাবে ফেসবুকে চেট/মেসেজ হাইড করবেন।

আজ আপনাদের দেখাবো কিভাবে browser/ মেসেঞ্জার এ মেসেজ ডিলেট
না করে হাইড করে রাখা যায়। এটা খুব সিম্পল বাট সবাই তো আর সবটা পারে না।তাই যারা পারে না। তারা শিখে নিতে পারেন।
প্রথম এ মেসেঞ্জার লগিন করে নিন।
পরে এরকম আসবে।
এখান থেকে যার মেসেজ হাইড করতে চান তার মেসেজ এর উপর Long press/ চাপ দিয়ে ধরুন।

এখন এরকম আসবে।এখান থেকে Archive এ ক্লিক করুন।বাস কাজ শেষ।
ঊধাও নাম তো আর নাই মেসেজ নাই।!!!!!!
আর ব্রাউজার এর ক্ষেত্রে:-
FB লগিন করে message এ যান। যাকে হাইড করবেন তার নামে ক্লিক করে তার মেসেজ এ ডুকুন।পরে নিচে যান।
এখানে Archive এ ক্লিক করুন
—–
এখন প্রশ্ন হলো,
আপনি ওনাকে আবার মেসেজ দিবেন কিভাবে তাইতো।???
DON’T PANIC.
মে হো না…!
ব্রাউজার এ সার্চ দিয়ে কাংখিত ব্যক্তির প্রোফাইল এ ডুকে মেসেজ এ যান।
মেসেঞ্জার এরর ক্ষেত্রে:-
এখন messenger এর আপনি SEARCH for people group এ যান। যাকে হাইড করেছেন তার নামের কয়েকটা অক্ষর লিখেন পেয়ে যাবেন।
ক্লিক করেন। আবার মেসেজ শুরু করেন।
হাইড এ থাকবে। but মেসেজিং চলবে। হাইড থেকেই।এই দেখেন।

আর যদি আবার কোন কারনে হাইড মেসেজ আনহাইড হয়ে যায়। তবে আবার হাইড করে ফেলবেন।পুনরায় সার্চ করে আবার মেসেজ শুরু করবেন।
আর যদি আপনি উনহাইড করতে চান নিজেই। তবে খুব সহজ হবে যেকোনো ব্রাউজার এ FB লগিন করে Message এ যান।
নিচে যান।
একদম নিচে দেখবেন লেখা আছে View Archived Massages.

ক্লিক করুন।
তারপর যাকে আনহাইড করতে চান তার নামে ক্লিক করুন।
——
পরে নিচে যান।
দেখবেন লিখা আছে Unarchived .
——
ক্লিক করুন আবার search দিয়ে কয়েকটা মেসেজ করেন তাহলেই আনহাইড হয়ে মেসেজ সিরিয়াল এ এসে যাবে।
—-
[[messenger দিয়ে চালানোর ক্ষেত্রে একটু আনহাইড করা মেসেজকৃত ব্যক্তির নাম, চ্যাট লিস্ট এ দেরিতে আসে।তবে মেসেঞ্জার এ লগ আউট দিয়ে লগিন করলে এসে পরবে।]]
কোন প্রব্লেম হলে কমেন্ট করুন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger