Free Tips and Trick

January 8, 2017

AMP বা Accelerated Mobile Pages কি? এটা কিভাবে কাজ করে জেনে নিন।

এই লেখাটি আমরা প্রায়ই গুগুল সার্চ রেজাল্টে দেখে থাকি। হয়তো এটা কি জানতে মন চায়। নিচের স্কিনশটটা দেখুন-
AMP (Accelerated Mobile Pages) এর মাধ্যমে আপনার সাইট গুগলে সার্চ থেকে যেখানে ব্যান্ডউইডথ কম সেখানে দ্রুত লোড হয়। এখানে মুলত যা হয় তা হচ্ছে আপনার সাইটের অপ্রয়োজনীয় ছবি , সিএসএস জাভাস্ক্রিপ্ট, সাইডবার ইত্যাদি আপনি চাইলে ইউজার এর জন্য বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় অংশ লোড হবে। এতে সাইটের লোডিং টাইম অনেক কমে যাবে। বাট কারা এ এম পি দেখবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। গুগলে সার্চ দেওয়ার পর গুগলের যদি মনে হয় যে তার নেট স্পিড স্লো (গুগলের কাছে সব ডাটাই থাকে ) তাহলে সে আপনার সাইটকে এ এম পি তে লোড করবে।
#কিভাবে কাজ করে এই এএমপি
এ এমপি কাজ করে মুলত তিনটি এলিমেন্টস নিয়ে। AMP HTML, AMP JS, GOOGLE AMP CACHE
আপনার সাইটে কিভাবে সেট আপ করবেন 

যারা ওয়ার্ড প্রেস ইউজ করেন তাদের জন্য https://wordpress.org/plugins/amp/ এই প্লাগিনটা ব্যবহার করতে পারেন । সাথে যদি ইয়োস্ট এসইও ব্যবহার করেন তবে https://wordpress.org/plugins/glue-for-yoast-seo-amp/ এই প্লাগিন্টা ইউজ করতে পারেন

কিভাবে চেক করবেন সেট আপ ঠিক হল কিনা 
আপনার সাইটের ইউয়ারেল এর শেষে /amp লিখুন । তাহলেই বুঝতে পারবেন ।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger