Free Tips and Trick

January 28, 2017

Android মোবাইলে মডেম ব্যবহার করবেন যেভাবে। আপনার ফোনে যেকোন মডেম কানেক্ট করুন।

বার্তমান সময়ে সবার ফোনেই USB OTG সাপোর্ট করে।আর আমরা সবাই জানি OTG সুবিধা থাকলে ফোনে অনেক কিছুই লাগানো যায়,যেমন মাউস,কি-বোর্ড,পেন ড্রাইভ, ইত্যাদি।কিন্তু কেমন হয় যদি মডেম ইউজ করা যায়?
তাইতো আজ আপনাদের দেখাবো কিভাবে একটা মডেম ইউজ করতে পারবেন আপনার ফোনে।আর হ্যা তার জন্য আপনার ফোন অবশ্যই রুটেড এবং OTG সাপোর্টেড হতে হবে।
Android মোবাইলে মডেম ব্যবহার


প্রয়োজনীয় জিনিস পত্র।

  • একটি রুটেড ফোন।
  • ওটিজী ক্যাবল।
  • ইউ এস বি মডেম।
  • PPP 3 Widget অ্যাপ (নিচে ডাউনলোড লিংক দেয়া আছে)


চলুন শুরু করা যাক।

প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করুন।আপ্নার ফোনের মেনুতে যেয়ে Widgets থেকে Widget টি ট্যাপ করে ফোনের হোমস্ক্রিনে নিয়ে আসুন।সুপার ইউজার পারমিশন গ্রান্ড করে দিন।তারপর নিচের স্ক্রিনশটের মতো নেট কনফিগ করে নিন।তারপর মডেমটি কানেক্ট করুন।ব্যাস হয়ে গেলো।
Android মোবাইলে মডেম ব্যবহার

Android মোবাইলে মডেম ব্যবহার
তবে হ্যা মডেম ক্যানেক্ট হবার পর ফোনে কোন নেটওয়ার্ক থাকবে না।পরিবর্তিতে নেটওয়ার্ক ফিরে আনতে ফোন অফ অন করুন।


অ্যাপ টি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger