Free Tips and Trick

January 31, 2017

অ্যান্ড্রয়েড মোবাইল আনরুট করার কয়েকটি সহজ উপায়।

রুট করার যেমন প্রয়োজন হয় তেমনি আনরুট করারও অনেক সময় প্রয়োজন হয়। আন্রুট করার অনেকগুলো উপায় আছে আমি কয়েকটি আপনাদের দেখাচ্ছি।

প্রথম উপায়ঃ

#Root Explorer দিয়ে আপনার ফোনের রুট ফোল্ডারের System/bin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
# অনুরুপভাবে আপনার ফোনের রুট ফোল্ডারের System/
xbin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
N.B. অনেকে এটি করতে গিয়ে ব্রিক করে ফেলবেন তাই আমি দ্বিতীয় উপায় ইউস করতে বলব।
যাদের জানার আগ্রহ আছে তারা প্রথম উপায় দেখতে পারেন। আমার সেট ব্রিক হয়নি আপনারও হবে না আশা করি।

দ্বিতীয় উপায়ঃ

Universal Unroot ইনস্টল করে ওপেন করুন।
কনফার্ম করে অপেক্ষ করুন।

#রিবুট করুন। আনরুট সফল।
N.B. ** একবার আনরুট করলে আর রুট করতে পারবেন না। কিছু কিছু ফোন ব্যতিত।
____________________________________________
** এটা কোনো রুট ব্যাকআপ রাখে না সো কাসৃটমার কেয়ার ধরতেই পারবে না আপনি রুট করেছিলেন। So No warranty Void!! আরও কিছু পদ্ধতিঃ
** যারা কিংরুট ইউস করেন তারা Kingroot>General settings>Uninstall
Kingroot>Clear root
** যাদের SuperSU আছে Go to Settings>Full Unroot



Search Tag:
আনরুট করার নিয়ম, আনরুট করুন, আনরুট করার উপায়, ek klike android mobile unroot, এক ক্লিকে আনরুট
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger