Free Tips and Trick

January 20, 2017

Green-red.com থেকে ওয়েবসাইট দিয়ে আয় করার উপায়। বিস্তারিত সহ।



G&R মানে হলো Green and Red..
সবুজ এবং লাল…
লাল সবুজ এর সাথে আমাদের দেশের একটা গভীর টান আছে……… হুম…
আমাদের দেশের ইন্টারনেট জগতের জন্যই কাজ করে যাচ্ছে এই এড নেটওয়ার্ক কোম্পানী টা…
গ্লোবাল ইন্টারনেট ওয়ার্ল্ড এ যেখানে বাংলা ভাষা বঞ্চিত… সেখানে G&R বাংলা ভাষাকে নিয়ে এসেছে এক অনন্য মর্যাদায়…
যদি আমরা গ্লোবাল ইন্টারনেট ওয়ার্ল্ড এ বাংলা ভাষার মূল্য এর দিকে তাকাই দেখা যাবে বাংলা কন্টেন্ট কে অনেক এড নেটওয়ার্ক ই সাপোর্ট করে না… যদি cpc/cpm এর দিকে নজর দেয়া হয়…
বাংলা ভাষার জন্য সেটা হয়ে যায় নামে মাত্র।
যেন এক অবহেলার চোখে দেখা হচ্ছে পুরো
বাংলা কে…
বাংলা কন্টেন্ট এর এই দুর্দশা এর সময়ে G&R Ad Network যেন এক আশির্বাদ এর নাম।

http://www.green-red.com

কীভাবে কাজ করবেন G&R Ad Network এর সাথে?

  • আপনার একটি ওয়েবসাইট অথবা নিজস্ব এন্ড্রয়েড এপ থাকলেই এই এড নেটওয়ার্ক এর সাথে কাজ করতে পারবেন।
  • ওয়েবসাইট বা এপ সাবমিট করতে চাইলে লিংক টায় যান-  http://www.green-red.com/publishers
  • তারপর আপনার সাইট যদি তাদের পলিসি কে মেনে চলে [এডাল্ট কন্টেন্ট না থাকে/ভিসিটর মোটামোটি থাকে] তবে এপ্রোভ হয়ে যাবে ।
  • এপ্রোভ হওয়ার পর এখানে গিয়ে আপনার সাইটের সাথে মানানসই এড কোড তৈরী করতে হবে এবং সেটা বসাতে হবে। যদি আপনার সাইটে মোবাইল/ ওপেরা মিনি এর ভিসিটর থাকে তবে 320*50 এবং 300*250 এই দুই সাইজের এড কোড ব্যবহার করতে পারেন।  http://www.green-red.com/adnetwork/publisher/properties
  • cpc বা cost per click বা প্রতি ক্লিকে আয় এড ক্যাম্পেইন এর উপর নির্ভর করে । তবে গোগোল এডসেন্স এর মতোই বা মাঝে মাঝে তার চাইতেও ভালো। ক্লিক প্রতি ২-৩ টাকা দেয়।
  • পেমেন্ট বিকাশ অথবা চ্যাক এর মাধ্যমে পেতে পারেন এবং পেমেন্ট এর ব্যাপারে তাদের উপর ১০০% বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশ এর জনপ্রিয় কিছু ওয়েবসাইট তাদের এড ব্যবহার করছে ।
বিঃদ্রঃ আমি মূলত G&R থেকে আর্থিক ভাবে এই পোষ্ট দেয়ার জন্য কোন লাভবান হবো না…
কারন আমি কোন রেফার লিংক ব্যবহার করিনি এবং রেফার সিষ্টেম ও নেই তাদের…
কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যিই।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger