Free Tips and Trick

January 7, 2017

ক্রিয়েটিভ আইডিয়া খাটিয়ে বানিয়ে নিন ফেসবুক ক্রিয়েটিভ কভার ফটো আর হয়ে যান ফেসবুকে প্রোপুলার।

ফেসবুকে অনেকেরই কভার ফটো ও প্রোফাইল ফটো একটি ফটো থেকে নেওয়া। উদাহরন দেখুন-
ফেসবুক ক্রিয়েটিভ কভার ফটো

এর প্রথমে আপনার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আনতে হবে। ক্রিয়েটিভ চিন্তা তো আর সবার মাথায় থাকে না !!! কিছু ক্রিয়েটিভ আইডিয়া মাথায় আনার জন্যে এখানে দেখুন ।
আমার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া নাই তাই গুগল এ সার্চ দিছিলাম আরকি!!! আপনার মাথায় আইডিয়া থাকলে নিজের আইডিয়াতেই করুন। ফেসবুক কভার ফটো সাধারনত 851 x 315 সাইজের হয়। সাইজ আগে থেকে করে নিলে সুবিধা পাবেন। যদি ফটোশপ না পারেন তাহলেও সমস্যা নেই। আর যদি ফটোশপ পারেন তাহলে ক্রিয়েটিভ
সত্যিকারের ক্রিয়েটিভ কভার ফটো আপনার হবে। ফটো নির্বাচন করার পর ফটোশপে সব ক্রিয়েটিভ আইডিয়া প্রয়োগ করার পর।
এখানে যান Uplode Photo ফটো তে ক্লিক করুন ফটোটি আপলোড হলে। আপনার ইচ্ছে মতো সাইজ ছোট বড়, ড্রাগ করে সামনে পেছনে নিয়ে,
ইচ্ছে হলে রোটেড ও করতে পারেন সব ক্রিয়েটিভ বিদ্যা প্রয়োগ করার পর NEXT STEP এ ক্লিক করুন ।
Get the Profile Picture এবং Get Profile Picture দেখা যাচ্ছে। দুটির নিচেই ডাউনলোড বাটন আছে। ডাউনলোড করুন।
এবার ফেসবুকে লগইন করুন Get the Profile Picture থেকে ডাউনলোড করা ফটোটি Profile Picture এ আপলোড দিন। Get Profile Picture থেকে ডাউনলোড করা ফটোটি Cover Photos এ আপলোড দিন।


কয়েকটি ক্রীয়েটিভ কভার প্রোটুর ডেমো দিলাম দেখে নিন কোনটা বানাবেন-
ফেসবুক ক্রিয়েটিভ কভার ফটো ১

ফেসবুক ক্রিয়েটিভ কভার ফটো ২
ফেসবুক ক্রিয়েটিভ কভার ফটো ৩

ফেসবুকে প্রোপুলার হতে সেলেব্রেটি হওয়া লাগে না। একটা ক্রিয়েটিভ ফটো ইউজ করুন আর দেখুন আপনার ছবি কতজনে ভিউ করে।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger