ধরুন আপনি অনেক বড একটি লেখা লিখেছেন মোবাইল দিয়ে। এখানে কয়েকটি ওয়ার্ড অনেক বার ভুল লিখেছেন।কিন্তু আপনার কাছে পিসি না থাকায় বা MS Office Word না থাকায় আপনি এক সাথে সব গুলো ওয়ার্ড ঠিক করতে পারছেন না।তখন আপনি এটি ব্যবহার করতে পারবেন।
এই জন্য প্রথমে এই লিংকে যান। এখানে গেলে আপনি নিচের মতো পেজ দেখতে পারবেন।
এখানে প্রথম বক্সে যা খুজতে চান তা লেখুন। ২য় বক্সে যার সাথে রিপ্লেস করতে চান তা লেখুন। এবং ৩য় বক্সে আপনার পুরো লেখাটি লিখুন। এরপর "Find and Replace Text" এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
আমি একটি লেখা করে দেখালাম। এখানে লক্ষ্য করুন আমি "এখানে" এর বদলে ''Here'' এ রিপ্লেস করেছি।
এই জন্য প্রথমে এই লিংকে যান। এখানে গেলে আপনি নিচের মতো পেজ দেখতে পারবেন।
এখানে প্রথম বক্সে যা খুজতে চান তা লেখুন। ২য় বক্সে যার সাথে রিপ্লেস করতে চান তা লেখুন। এবং ৩য় বক্সে আপনার পুরো লেখাটি লিখুন। এরপর "Find and Replace Text" এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
আমি একটি লেখা করে দেখালাম। এখানে লক্ষ্য করুন আমি "এখানে" এর বদলে ''Here'' এ রিপ্লেস করেছি।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।ধন্যবাদ।
0 comments:
Post a Comment