Free Tips and Trick

January 26, 2017

অনলাইন ভিত্তিক পড়াশুনা। যেভাবে অনলাইনে পরিক্ষা দিবেন ও ফলাফল পাবেন।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে অনলাইনে নৈবিত্তিক পরিক্ষা দিবেন এবং আপনার পস্তুতি সম্পরকে জানবেন।এটি আসলেই খুব  ভাল একটি ফ্রি সেবা। এর মাধ্যামে আপনি ফ্রিতে পরিক্ষা দিতে পারবেন মোবাইল বা পিসি থেকে।
এই জন্য প্রথমেই এই লিংকে যান। এবার নিচের মতো ক্যাটাগরি দেখতে পাবেন এখান থেকে আপনি কোন ক্লাসের কোন বইয়ের উপর পরিক্ষা দিতে চান সেটায় ক্লিক করুন।
এরপরের পাতায় আপনার কাংখিত অধ্যায় , প্রশ্নের সংখ্যা, পরীক্ষা / অনুশীলন / প্রিন্ট ইত্যাদি সিলেক্ট করে "সাবমিট" এ ক্লিক করুন।


এরপরের পেজে আপনাকে প্রশ্ন দিবে আপনি উত্তরগুলোইয় টিক চিনহ দিয়ে "আমার পরিক্ষা শেষ" এ ক্লিক করুন।
তাহলে এর পরের পেজে আপনার ফরিক্ষার ফলাফল দেখতে পাবেন।
সার্চ ট্যাগঃ
অনালাইনে পড়ালেখা, অনলাইনে পরিক্ষা, অনলাইনে বই পড়া, অনলিয়ানে পরিক্ষা, অনলাইনে পরিক্ষার প্রস্তুতি যাচাই করা, অনলাইনে এস এস সি পরিক্ষা, অনলাইনে এইস এস সি পরিক্ষা, অনালিনে জে এস সি পরিক্ষা দেওয়া, অনলাইনে বিসিএস পরিক্ষা, ইন্টারনেটে পড়ালেখা, ইন্টারনেটে পরিক্ষা, ইন্টারনেটে পরিক্ষার পস্তুতি যাচাই।
Share:

0 comments:

Post a Comment

Copyright © Fibd - Tips & Trick Sharing BD | Powered by Blogger